প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার
প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার ১৯৬৭ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ডি.ভি.এম এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি (ভেট. সায়েন্স) ইন অবস্টেট্রিক্স বিষয়ে ডিগ্রী অর্জন করেন। তিনি বি.সি.এস পশুসম্পদ ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন উপজেলায় এবং রাজশাহী দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার, রাজাবাড়ী-হাট, রাজশাহীতে ভেটেরি- নারি সার্জন হিসেবে ডিসেম্বর/ ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পশুসম্পদ ক্যাডারে চাকুরীকালীন সময়ে তিনি বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদভুক্ত জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগ থেকে ২০০৩ সালে Ph.D ডিগ্রী অর্জন করেন। তাঁর Ph.D গবেষণার শিরোনাম ছিল "Genetic Variation in Semen Charac- ters in Relation to Fertility of Some Pure and Cross-bred Al Bulls." তিনি জানুয়ারি ০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদভুক্ত'এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটে- রিনারি সায়েন্স' বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করে বর্তমানে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তিনি পশুসম্পদ উন্নয়নে বেশ কিছু আধুনিক কলা-কৌশল উদ্ভাবন করেছেন। তিনি পশুসম্পদের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থাকে ভেটেরিনারি এক্সপার্ট (Expart) হিসেবে টেকনি- ক্যাল সার্ভিস দিয়ে যাচ্ছেন। ড. সরদার বিভিন্ন পেশাজীবী সংগঠ- নেরও সদস্য। বিভিন্ন জাতীয় ও আন্তজাতিক জার্নালে তাঁর ৩০টি গবেষণা প্রকাশিত হয়েছে এছারাও ৩টি প্রফেশনাল বই রয়েছে। তিনি আর্ন্তজাতিক সংস্থা "National En-vironmental Science Acad-emy" হতে Environmentalist of the year-07 এওয়ার্ড পেয়েছেন।

উপন্যাস
গল্প
ধর্মীয় বই
একোডেমিক বই
প্যারেন্টিং
স্পোকেন ইংলিশ
বই